মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি,
নীলফামারী সদরের মশিউর রহমান ডিগ্রী কলেজে দুই বছর মেয়াদী শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে ১১টা হতে ২.৩০ মিঃ পর্যন্ত অধ্যক্ষ কক্ষে উৎসব মুখর পরিবেশে নির্বাচনে দর্শণ বিভাগের প্রভাষক জাহাঙ্গীরুল কবীর, প্রভাষক (কম্পিউটার )হুমায়ুন কবির এবং বাংলা বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন ইংরেজি বিভাগের প্রভাষক মৃণাল কান্তি রায় ও ইতিহাস বিভাগের প্রভাষক আঞ্জুমান আরা বেগম। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ তহমিনা খাতুন।
অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান রবিবার সকাল এগারটা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। মোট ৬৩জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দেন। একজন নারী ও দুইজন পুরুষ প্রার্থীর জন্য দুইজন নারী ও তিনজন পুরুষ প্রার্থী প্রতিযোগিতা করেন। প্রার্থীদের মধ্যে জাহাঙ্গীরুল কবির, হুমায়ুন কবির এবং ফারহানা ইয়াসমিন উভয়ে ৩৯ ভোট পেয়েছে। প্রতিদ্বন্দী প্রার্থী মৃণাল কান্তি ও আঞ্জুমান আরা বেগম কোন ভোট পায়নি।