নীলফামারী (ডিমলা) প্রতিনিধি ,
“বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্যে প্রথম বারের মত সারাদেশের ন্যায় নীলফামারী ডিমলা উপজেলায় যথাযথ ভাবে দিবসটি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় দিবসটিকে ঘিরে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানা, ফারিষ্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানির উপজেলা ইনচার্জ মঈনুল ইসলাম, এডিসোনাল পিডি পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ লাভলু হোসেন, এজিএম আব্দুল কুদ্দুস পাটোয়ারী (সানলাইফ ইন্সুরেন্স), হাবিবুর রহমান খান লোহানী, সাবেক ইনচার্জ নীলফামারী উত্তর সার্বিস মেইল, গনগ্রামীন বিমা ডালটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর ব্যবস্থাপক, দুলাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাই মেনুল ইসলাম রনি। সভায় সভাপতি তার বক্তব্যে জীবনের ঝুকি বহন করতে বীমার কোন বিকল্প নেই। বীমাই পারে মৃত্যুরও পরে সংসারকে সহায়তা করতে। আসুন আমরা সকলেই বীমা করি সুন্দর ভাবে দেশ ও ভবিষ্যৎ গড়ি।