ডিমলা (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গতকাল রবিবার দুপুরে ৬৭টি ভারতীয় গরু জব্দ করা হয়। আজ ২ মার্চ ২০২০ তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫.খ(১)(খ) ধারায় ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার হয়েছে ২ জন বাকী আসামী পলাতক। যাহার মামলা নং- ০১/২০২০। জব্দকৃত গরুগুলি ডোমার-ডিমলা সিনিয়র সার্কেল এএসপি জয়ব্রত পাল, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ এর উপস্থিতি নিলাম প্রক্রিয়ার জন্য ডিমলা থানা ক্যাম্পাসে সারিবদ্ধ করে ক্রমিক নং বসানো হচ্ছে। এ বিষয় ডিমলা থানার ওসি সংবাদকর্মীকে বলেন বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।