সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি,
ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাউসিয়া জামে মসজিদের ইমাম রেজওয়ান আল-কাদেরী, কয়া মিস্ত্রীপাড়া জামে মসজিদের ইমাম এরশাদ হোসেন, সমাজসেবক বিশাল আজিজি, রবিউর ইসলাম, নয়ন ও সরফরাজ প্রমূখ। বক্তারা ভারতে হিন্দুবাদী কর্তৃক মুসলিমদের হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এ হত্যাকান্ড বন্ধসহ হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করা হউক। অন্যথায় এর প্রতিবাদে লাগাতার আন্দোলনের হুসিয়ারী উচ্চারণ করেন বক্তারা। মানববন্ধন আয়োজন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত মিস্ত্রিপাড়া সৈয়দপুর।