সৈয়দপুর(নীলফামারী) প্রতিনিধি, নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মানব বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয় নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ রবিবার দুপুরে সৈয়দপুর পৌরসভা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ও প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া। সভায় মুল বক্তব্য তুলে ধরেন এসকেএসের সৈয়দপুর ম্যানেজার নজরুল ইসলাম তফাদার। এছাড়া বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ শাহিন আখতার। মত বিনিময় সভায় সৈয়দপুরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর পৌরসভার সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন এ মত বিনিময় সভার আয়োজন করেন। উল্লেখ যে, সৈয়দপুর পৌরসভার নিজস্ব ১৭০ একর জমিতে তৈরি হচ্ছে মানব বর্জ্যরে ব্যবস্থাপনা প্লান। এখান থেকে এ বর্জ্য দিয়ে তৈরি হবে কম্পোজ সার। যা কৃষি জমিতে ব্যবহার করা হবে।