কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিন কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের বিরোদ্ধে স্কুল ফাঁকির অভিযোগ করেছেন প্রধান শিক্ষক।অভিযোগে জানাগেছে, সহকারী শিক্ষক রুহুল আমিন স্কুল ফাঁকি দিয়ে কোচিং বানিজ্য নিয়ে সবসময় ব্যাস্ত থাকেন। তিনি জানুয়ারী মাসে ২৬ ও ২৭ তারিখে কারো অনুমতি না নিয়ে দুপুরে চলে যান। ফের্রুয়ারী মাসের ১ও ৫ তারিখে ১০টার অনেক পরে স্কুলে এসেছেন। আবার ছুটির আগেই কাউকে না বলে হঠাৎ চলে গেছেন। মার্চ মাসের ১ তারিখ থেকে ৪তারিখ পর্যন্ত কতৃপক্ষের ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত থেকেছেন। ওই মাসের ৭ও ৮ তারিখেও তিনি স্কুলে আসেননি।প্রধান শিক্ষক আলী আকবার অভিযোগ করে বলেন সকারী শিক্ষক রুহুল আমিন স্কুলের নিয়ম শৃংঙ্খলার তোয়াক্কা করেন না। তিনি চেইন অব কমান্ডকে সব সময় বৃদ্ধাঙ্গুলী দেখান। এই নিয়ম শৃংঙ্খলা ভঙ্গের বিষয় উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হলে গত ৪ মার্চ তাকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়।এব্যাপারে সহকারী শিক্ষক রুহুল আমিনের সাথে কথা বললে তিনি বলেন আমিন প্রধান শিক্ষকের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফা আকতার বলেন ওই শিক্ষককে শোকজ নোটিশ করে ৮ মার্চের মধ্যে জবাব চাওয়া হয়েছে। জবাব সন্তোষ জনক না হলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।