মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীর সকল নারীদের সম্মানে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ (৮-মার্চ) বিকেলে জেলা প্রশাসন পরিবারের আয়োজনে নীলফামারী জেলা শিল্পকলা ওডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের সহধর্মিনী ফাতেহা শিরিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম,অধ্যাপক বিএসএমইউ,ঢাকা ডাঃ শাহিন আখাতার, ভারপ্রাপ্ত কমিশনার, রংপুর বিভাগ মোঃ জাকির হোসেন, নীলফামারী জেলা প্রসাশক মোঃ হাফিজুর রহমান চৌধুরী,পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান ।
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন স্তরের নারীরা এ অনুষ্ঠানে অংশ নেয়।
বক্তব্যকালে রাবেয়া আলীম বলেন, আমাদের আগামী প্রজন্মের নারী-পুরুষের অধিকার হবে সমান যা বর্তমান বিশ্বে নারীদের অবদান অনেক।তিনি বলেন নারীরা আজ অনেক দিক থেকে নির্যাতিত হচ্ছে। নারীদের অধিকারকে প্রাধান্যতা দিলে নারীরা আর অবহেলিত থাকবে না।দেশ উন্নয়নের জন্য নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন বিশেষ ভাবে জরুরি।কারণ আজকাল নারীরাই অনেকাংশে পুরুষদের চেয়ে এগিয়ে আছে। তারা আজকে অর্থ উপার্জন করছে।দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কর্মস্থলে যোগদান করতে গিয়ে নির্যাতিত হচ্ছে অনেক নারী।তাই নারী অধিকার,নারী আইনকে আরও শক্তিশালী করতে হবে।তাহলে দেশ আরও উন্নতির দিকে অগ্রসর হবে।
বক্তব্যে শিরিন চৌধুরী বলেন আজকে নারীরা সর্ব স্তরে রয়েছে। নারী নেতৃত্ব সেখানেও নারীরা অংশ নিচ্ছে। আজকে বড় বড় ব্যক্তিত্ব অর্জন করছে নারীরা। ধরছে সংসারের হাল।কিন্তু আজও নারীরা অবহেলিত।নারীরা পাচ্ছেনা সম্মান।নির্যাতিত হচ্ছে নানা ভাবে।তাই নারী আইনকে আরও কঠোর করতে হবে।নারী পুরুষের সমতা ও নারী অধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।