সৈয়দপুর,নীলফামারী প্রতিনিধি, নীলফামারীর সৈয়দপুরে আনন্দ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সৈয়দপুর সরকারি মহাবিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিভির উপজেলা প্রতিনিধি এম আর মহসিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ শহীদুল্লাহ্, উপাধ্যক্ষ নার্জিজ বানু, হাসপাতালের আরএমও ডাঃ আরিফুল হক সোহেল, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ করিম মিষ্টার, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে ছাইদুল ইসলাম ও বঙ্গবন্ধু জাতীয় পদকপ্রাপ্ত মাশরুম চাষী আজিজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা উন্নয়নের গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি। এসময় সৈয়দপুর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন দি ডেইলি অবজারভার এর নীলফামারী জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদনীবাজার পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি ও সাপ্তাহিক সাফজবাব এর বার্তা সম্পাদক সাব্বির আহমেদ সাবের।