মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারী টুপামারীতে নোভল করোনা প্রতিরোধের করণীয় মূলক হ্যান্ডবিল বিতরণ ও সমাবেশের আয়োজন। আজ সোমবার দুপুরে টুপামারী দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের আয়োজনে সভাপতিত্ব করেন টুপামারী দ্বী-মুখি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান মাসুদ ।
এ সময় বক্তব্যকালে টুপামারী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম (ভুট্টু) বক্তব্যে বলেন আমরা নিশ্চই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে করোনা সম্পর্কে অবহিত হয়েছি।তাই প্রথমে নীলফামারী টুপামারী ইউনিয়নের বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে স্কুল প্রতিষ্ঠানগুলোতে আমরা করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে হ্যান্ডবিল বিতরণের কাজ করছি। মূলত আমরা জনসাধারণের মাঝে এবং স্কুল গুলোতে করোনা কি? কোন দেশ থেকে ছড়িয়েছে! লক্ষন এবং প্রতিরোধের উপায় সম্পর্কে অবহিত করছি।
মোঃ মাসুদুর রহমান মাসুদ বলেন আমি টুপামারী গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামকে ধন্যবাদ জানাই।কারণ তাদের এ সচেতনতা মূলক উদ্দ্যেগের মাধ্যমে জনসাধারণ আরও বেশী সচেতন হবে। তিনি বক্তব্য কালে স্কুলের শিক্ষার্থীদের করোনা সম্পর্কে অবগত করেন এবং করোনা লক্ষন,মেয়াদ,প্রতিরোধ সম্পর্কে বলেন। এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে বলেন।
ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে সমাবেশের শুরু করা হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টুপামারী করতোয়া শিশু সংগঠনের সভাপতি মোঃ সোহাগ ইসলাম সহ স্কুলের সহকারী শিক্ষক হুমাউন কবির, হরিপদো সরকার, আসাদুজ্জামান রুবেল, নারসিদা আক্তার রুমি ।