রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার, কেকেকেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করেছে ডোমার সোনালী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার দুপুরে ব্যাংক হলরুমে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।
ব্যাংকের ডোমার শাখা ব্যবস্থাপক জান্নাতুল আরিফের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, ছাত্রলীগ সভাপতি সব্যসাচী রায়, সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, ব্যবসায়ী মন্টু কুন্ডু, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ফরিদ আলম, আনিছুর আলম, মিজানুর রহমানসহ ব্যাংক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারন গ্রাহকরা উপাস্থিত ছিলেন।