নীলফামারী প্রতিনিধি, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে মোনাজাত করেছে নীলফামারী জেলার ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা। বুধবার (১৮ মার্চ) রাতে সার্কিট হাউজ মোড়ে জেলা অফিস কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এতিমদের মাঝে শুকনো খাবার বিতরন শেষে কেক কেটে মোনাজাত করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা লীগের সহসভাপতি সেবেকা হক বকুল, সাধারন সম্পাদক ফরিদা খানম এনা,সহসম্পাদক রতনা সিনহা, সেলিনা চৌধুরী, সাংগাঠনিক উম্মে কুলছুম সুন্দরী। এছাড়াও ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ আলী, সাংগাঠনিক সম্পাদক এনামুল কবীর রাজা চৌধুরী, সহ-সাংগঠনিক কবীর হোসেন, অর্থ সম্পাদক নুরল আফছার বাবলু, সহসাধারন সম্পাদক গোলাম সারোয়ার লেবু, প্রচার সম্পাদক ডাঃ আব্দুর রশিদ ও দপ্তর সম্পাদক আব্দুল হামিদ শাহ্ সহ আরো অনেকে।