স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কুষ্ঠ হাসপাতালের কয়েক কোটি টাকা মূল্যের জমি বেদখল হয়ে গেছে।ওই সরকারী সম্পত্তিতে রাতারাতি অবৈধ ভাবে গড়ে উঠেছে ওয়েলডিং কারখানাসহ নানা ব্যবসা প্রতিষ্ঠিান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, থানা সংলগ্ন কুষ্ঠ হাসপাতালটি বৃটিশ আমলে ৬৯শতাংশ জমির উপর প্রতিষ্ঠা করা হয়। যার দাগ নম্বর ৬৭১ ও খতিয়ান নম্বর ৩। পরে ওই হাসপাতালের কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যুক্ত হল কুষ্ঠ হাসপাতালের ৬৯শতাংশ সম্পত্তি পরিত্যাক্ত হয়ে পরে। ফলে কয়েকজন ভ’মি খাদক রাতারাতি ওই সরকারী জমি দখল করে ওয়েলডিং কারখানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে।
স্থানীয় বাসিন্দা হোমিও চিকিৎসক প্রকাশ চন্দ্র বলেন এর আগেও সরকারী জায়গাটি দখল হয়েছিল। বিগত কেয়ারটেকার সরকারের সময় কয়েক কোটি টাকা মূল্যের ওই সম্পত্তি উদ্ধার করা হয়। কিন্তু সম্প্রতি তা আবারো বেদখল হয়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠানের নামে স্থাপনা নির্মান করা হচ্ছে।
দখলদার ওয়েলডিং কারখানার মালিক আইযুব আলীর কাছে সরকারী সম্পদ অবৈধ ভাবে দখল করে কারখানা নির্মানের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি যথাযথ কতৃপক্ষের কাছে অনুমতি নিয়ে কারখানা নির্মান করেছি। লিখিত অনুমতি দেখতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সফি মাহমুদ বলেন উর্ধŸতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দখলীয় সম্পত্তি যথা শ্রীঘই উদ্ধার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কাছে জমি উদ্ধারের আবেদন করলে ওনার অনুমতি সাপেক্ষে স্থাপনা উচ্ছেদ করে সরকারী সম্পত্তি দখল মুক্ত করা হবে।