কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদেশ ফিরৎ ১০ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্রে জানাগেছে, গত ৫মার্চ থেকে ১৮মার্চ পর্যন্ত চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইটালী, কতার, সিংগাপুর,ভারত ও দুবাই থেকে বাড়ীতে আশা ১০জন প্রবাসীকে ১৪দিনের জন্য হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মেয়াদ শেষ হলে তাদের ছাড়পত্র দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সফি মাহমুদ বলেন পুটিমারী ইউনিয়নে ২ জন, বড়ভিটা ইউনিয়নে ৩জন, রনচন্ডিতে ৩জন, গাড়াগ্রামে ১জন ও মাগুড়া ইউনিয়নে ১জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। নিয়মিত তাদের উপর পর্যবেক্ষন চলছে। কোন প্রবাসী নিয়মনীতি ভঙ্গ করলে তাদের বিরোদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।