রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,নীলফামারী ডোমার উপজেলায় স্বল্প পরিসরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আজ বৃহষ্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম,অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকর্তা, পুলিশ উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর,স্কুল,মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অপরদিকে উপজেলা খাদ্য বিভাগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান।