কিশোরগঞ্জ ( নীলফামারী ) প্রতিনিধি ,
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা মেলাবর বৈশ্য পাড়া গ্রামে একই পরিবারের ৩ জন গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিজ বাড়িতে জীবন- সন্ধিক্ষণে মৃত্যুর প্রহর গুনছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের হতদরিদ্র শ্রী নির্মল চন্দ্র গত ১০ বছর আগে জীবন জীবিকার তাগিদে সপরিবারে গাজীপুরে যান। সেখান একটি ভাড়া বাসায় স্ত্রী-পুত্রসহ ৬ জন বসবাস করেন।
ওই জেলার কাশিম পুর উপজেলার ইউসুফ মার্কেটে স্বল্প মজুরিতে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করে আসতেছেন। ইতিমধ্যে গত বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ৫ঃ৩০ মিনিটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রুমের মধ্যে আগুন ধরলে ঘুমন্ত অবস্থায় শ্রী নির্মলচন্দ্র (৪০), চায়ন (৩৫),ছেলে নিপু (১৪), লেলিহান আগুনের শিখায় দগ্ধ হয়ে শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। এ সময় বাসার অন্য রুমে থাকা নির্মলের বড় ছেলে দিলীপ চন্দ্র টের পেয়ে বাসা থেকে বের হয়ে আত্মচিৎকার করলে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্যর সাহায্য-সহযোগিতায় নিজ বাড়িতে পাঠিয়ে দেন। বর্তমানে দগ্ধ পরিবারের ঘরে তিল পরিমাণ চিকিৎসার অর্থ না থাকায় নিজ বাড়িতে আগুনে পোড়া গন্ধ আর ঝলসানো শরীর নিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তাদের আত্মচিৎকারে এলাকার পরিবেশ যেন ভারি হয়ে উঠেছে। ইতোমধ্যে নির্মলের পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় এলাকার লোকজন অন্যর দ্বারে দ্বারে ঘুরে অর্থ সংগ্রহ করছে তাদের চিকিৎসার জন্য। এ অবস্থায় সমাজের কোন বিত্তবান ব্যক্তি যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন হয়তো ফিরে পেতে পারে তিনটি অসহায় জীবন। প্রয়োজনে মোবাইল-০১৭০৫১৪৫০৭৯