ঘোষনা:
শিরোনাম :
দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ।

দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ।

নূর সিদ্দিকী,

দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ। নববর্ষকে বরণ করে নিতে বাঙালির কত না আয়োজন! দিনটিকে সামনে রেখে ক্রেতাদের জন্য গ্রামবাংলার নানা কারুপণ্য প্রস্তুত করতে ব্যস্ত রাজধানীর দোয়েল চত্বর এলাকার ব্যবসায়ী ও কারিগরেরা।

বৈশাখের অনুষঙ্গ হিসেবে বাঁশের তৈরি ডালার চাহিদা বেড়ে যায়।

এখানে পাওয়া যাচ্ছে ডুলা, ডালা, পলো, খেলনা, শখের হাঁড়ি, কুলা, ঝুড়ি, মাথাল, একতারা, হাতপাখা ইত্যাদি।

এগুলো এসেছে বিভিন্ন জেলা থেকে। চলছে সেগুলো রাঙিয়ে তোলার কাজ। ছবিগুলো শুক্রবারের।

নববর্ষ উপলক্ষেই এমন দুই চাকার গাড়ি গ্রাম্য খেলনার দেখা মেলে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST