ঘোষনা:
শিরোনাম :
কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক। কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে বানিজ্যের অভিযোগ
সৈয়দপুরে মাস্ক বিক্রি করে সংসার চালাচ্ছে শিশু শিক্ষার্থী

সৈয়দপুরে মাস্ক বিক্রি করে সংসার চালাচ্ছে শিশু শিক্ষার্থী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,
নভেল করোনা ভাইরাস বিপর্যস্ত পরিস্থিতিতে সংসার চালাতে মাস্ক নিয়ে বাজারে বিক্রি করছে শিশু শিক্ষার্থী। তা থেকে যে আয় হচ্ছে তা দিয়েই চলছে ৫ সদস্যের পরিবারের ভরন পোষন। নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে ৩০ মার্র্চ সোমবার এমন দৃশ্যই দেখা যায়।সরেজমিনে উপস্থিত হলে কথা হয় মাস্ক বিক্রিরত শিশু হিমু আক্তারের সাথে। সে জানায়, তার বাড়ি শহরের নয়াবাজার এলাকায়। তার বাবা মুন্না। যিনি পেশায় একজন রং মিস্ত্রি। বাবার আয়ে দিন আনে দিন খায় অবস্থায় চলে তাদের সংসার। বিগত কয়েকদিন যাবত করোনার প্রভাবে দেশব্যাপী সকল কার্যক্রম স্থগিত করায় কর্মহীন হয়ে পড়েছে তার বাবা। এতে চরম বিপাকে পড়েছে পুরো পরিবার। সারাদিনে একমুঠো খাবারের জন্য দিশেহারা সকলে। এমতাবস্থায় হিমু স্থানীয়ভাবে তৈরী মাস্ক নিয়ে বিক্রি করছে। হিমু জানায়, সে শহরের নতুন বাবুপাড়া বি-জামান লেন এ অবস্থিত ওব্যাট স্কুলের ছাত্রী। এসময় তার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাবাও কর্মহীন। তাই সংসারের ব্যয় নির্বাহের জন্য একটা উপায় করতেই বাধ্য হয়েছে চলমান সময়ে চাহিদা সম্পন্ন পন্য মাস্ক নিয়ে ব্যবসা শুরু করেছে। তার কাছ থেকে পথচারীরা কিনছে প্রয়োজনীয় এ পন্যটি। প্রতিটি মাস্ক ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা মূল্যে বিক্রি করছে হিমু। এতে প্রতিদিন তার দেড় থেকে ২ শ’ টাকা লাভ হচ্ছে। যা দিয়ে চলছে তাদের ৫ জনের অভাব অনটনের সংসারের খাদ্য চাহিদা।
সে জানায় শুনছি সরকার এ দূর্যোগ মুহুর্তে প্রয়োজনীয় খাবার সরবারহ করবে খেটে খাওয়া দরিদ্র জনগনের মাঝে। কিন্তু আজও তার কিছুই পাইনি আমরা। তাই বাধ্য হয়ে ঝুঁকি থাকা সত্বেও বাইরে বের হয়ে মাস্ক বিক্রি করছি।পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু বলেন, ইনশা আল্লাহ আজকের মধ্যেই ওই হিমুর বাড়িতে খাদ্য সরবরাহ করা হবে। আমার ওয়ার্ডে খেটে খাওয়া মানুষের সহযোগিতার জন্য পৌর পরিষদ ও আমি কাউন্সিলর হিসেবে এ দূর্যোগে সব সময় পাশে থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ জানান, উপজেলার হতদরিদ্র মানুষের তালিকা করা হচ্ছে। এর একটি পৌরসভা কর্তৃক অন্যটি উপজেলা প্রশাসনের উদ্যোগে। পৌরসভা যদি ওই শিশুটির পরিবারকে তালিকাভুক্ত না করে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকাভুক্ত করে সাহায্য প্রদানের ব্যবস্থা নেয়া হবে।সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার জানান, সৈয়দপুর পৌরসভার জনসংখ্যা হিসেবে বরাদ্দ খুবই অপ্রতুল। এটি একটি শ্রমিক অধ্যুষিত শহর। এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক। তারপরও যে বরাদ্দ পেয়েছি তা যথাযথভাবে বন্টন করা হবে। সে সাথে পৌরসভার নিজস্ব তহবিল থেকেও সংকটাপন্ন ব্যক্তিদের সহযোগিতা করা হবে। কেউ যাতে এসময়ে খাদ্যাভাবে কষ্ট না পায়। এর মধ্যে থাকবে চাল, ডাল, আলু, আটা, তেল পৌরবাসীর মাঝে বিতরণ করবে পৌর পরিষদ।
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বলেন, করোনা প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সরকার দরিদ্র জনগোষ্ঠির লোকজনের জন্য প্রচুর ত্রাণ প্রদানের উদ্যোগ নিয়েছে। এ থেকে সৈয়দপুর উপজেলার কোন দরিদ্র মানুষ বাদ যাবেনা। তাই ওই শিশুর পরিবারকে সহযোগিতা করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST