মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি অব্যাহত রেখেছে সরকার। এ সময়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে কাউকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সরকার।তাই শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে।নাখেয়ে থাকতে হচ্ছে এসব নিম্ম আয়ের মানুষদের।
তাদের কথা চিন্তা করে সরকার নীলফামারী জেলায় ১২ লক্ষ টাকা ও ৩ শত মেট্রিক টন চাল বরাদ্দ দেয়।করোনা ভাইরাস সংক্রমণ রোধে নীলফামারীতেও চলছে এই কার্যক্রম।কাজে যেতে পারছেনা নিম্ম আয়ের মানুষ। নাখেয়ে কাটাতে হচ্ছে এসব মানুষদের।এরই লক্ষ্যে প্রতি জেলায় জরুরী ত্রাণ সামগ্রী দিয়ে শ্রমজীবী না খাওয়া মানুষদের পাশে দাড়াচ্ছে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।নীলফামারী জেলায় ১২ লক্ষ টাকা এবং ৩ শত মে.টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নীলফামারী জেলা প্রশাসকের অনুকূলে এ বরাদ্দ এসেছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা এস এ হায়াত। ‘করোনা মোকাবিলায় নীলফামারী জেলা প্রশাসকদের অনুকুলে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা অব্যাহত আছে। জেলা ত্রাণ কর্মকর্তা বলেন,আজ বৃহস্পতিবার পর্যন্ত নীলফামারী সদরসহ জেলার ৫ উপজেলা এবং ৪ পৌরসভায় মোট ২৩৪০ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয় ২৩.০৫০ মে.টন চাল এবং ২৩০৫ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে মোট ৪,৬৮,৫০০ লক্ষ টাকা। সবশেষে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত জেলায় চাল মজুদ রয়েছে ৭২ মে.টন। নগদ অর্থ মজুদ রয়েছে ১ লক্ষ টাকা। উপজেলায় চাল মজুদ রয়েছে মোট ২০৪.৯৫০ মে.টন ।নগদ অর্থ মজুদ রয়েছে ৬,৩১,৫০০ লক্ষ টাকা। এদিকে আইইডিসিআর-এর আজকের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২ জন, মোট আক্রান্ত ৫৬।সুস্থ হয়েছেন মোট ২৬ জন। নতুন করে কেউ মারা যায় নি, মোট মৃত্যুর সংখ্যা ৬।