রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার, করোনা ভাইরাসজনিত কারনে কর্মহীন হয়েপড়া নীলফামারী সদর উপজেলার দুটি ইউনিয়নের অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নীলফামারীর সদরের পলাশবাড়ী ও লক্ষীচাপ ইউনিয়নের পাড়া মহল্লার অসহায় কর্মহীন ১শ ৩০টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে পরিবার প্রতি ৫কেজি চাল, আধা কেজি ডাল , ২কেজি আলু ও সাবান বিতরণ করেন রংধনুর সভাপতি ও ডোমার পোস্ট মাস্টার লেবু চন্দ্র রায়।এসময় উপস্থিত ছিলেন কচুয়া চৌরঙ্গী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব আমিনুর রহমান , শিক্ষক ননী গোপাল রায় নন্দ, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন , রংধনুর সহ-সভাপতি বিকাশ রায় বাবুল, সাধারণ সম্পদক আলী আকবর সম্রাট, সাংগঠনিক সম্পাদক সুমন রায়, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কনক রায় , কার্যকরী সদস্য অনন্ত রায়, আল আমিন, হবিরব রহমান, ভূপেন রায়, ইসমাইল হোসেন , মাকসুদ হোসাইন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। রংধনু সংগঠনের সাধারন সম্পাদক আলী আকবর সম্রাট জানান, মানুষ মানুষের জন্য দেশের মানুষের এহেন পরিস্থিতিতে আমরা একটু হলেও তাদের পাশে থাকার চেষ্টা করছি।