মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারী জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে রংপুরের খোলাহাটি সেনানিবাসের (বিএ-৩৯৪১) ৬৬ আর্টিলারি ব্রিজ এন্ড স্টেশনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ (বিএসপি,এনডিসি,পিএসসি,জি কমান্ডার) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(৩ এপ্রিল/২০২০) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সভাপতিত্বে এসময় স্থানীয় সরকারের উপ পরিচালক আব্দুল মোতালেব সরকার, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম,পিপিএম), সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন সহ ৪ পৌরসভার মেয়র, ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা, ৬ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৬০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময় বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ সকলকে সচেতনতা বৃদ্ধি জোরদার করার আহবান জানান।