রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার, নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে অনেক চিকিৎসক নিজেকে গুটিয়ে রেখেছেন। কিন্তু সারা বিশ্বের এ সংকট সময়ে সকল রোগীকে বিনামূলে নিজের সাধ্যমত চিকিৎসা দেওয়ার সামাজিক যোগাযোগ ফেসবুকে ঘোষনা দিয়েছেন এম এ সুজন নামের উদিয়মান এক তরুণ চিকিৎসক। তার এ ঘোষনায় প্রশংসা ও শুভকামনা জানিয়েন ফেসবুক বন্ধুরা। তিনি নীলফামারী আধুনিক সদর হাসপাতলের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তার বাড়ী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায়। সুজন ওই এলাকার সাবেক প্রধান শিক্ষক শিক্ষক আব্দুল মালেকের ছেলে। ডা. সুজনের ফেসবুকের পোষ্টটি হুবহু তুলে ধরা হলো।
প্রিয় ডোমারবাসী বর্তমান করোনা পরিস্থিতির জন্য বাংলাদেশ সহ গোটা বিশ্বের বেহাল অবস্থা…আপনাদের কারো যদি কখনো কোন প্রয়োজন হয় ডাক্তার দেখানোর দয়াকরে আমাকে জানাবেন…প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত সকল প্রকার সেবা দিতে আমি প্রস্তুত (আমার সাধ্যের মধ্যে)…কোন প্রকার ভিজিট দিতে হবে না…আপনারা আতঙ্কিত হবেন না…আপনাদের জন্য আমরা হাসপাতালে.. আমাদের জন্য আপনারা ঘরে থাকুন..।