ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
বিপিএল’ নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরার -৩ সাইফ স্পোটিং ক্লাব-২

বিপিএল’ নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরার -৩ সাইফ স্পোটিং ক্লাব-২

শাহানাজ সিদ্দিকী,নীলফামারী ॥

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সাইফ স্পোটিং ক্লাব লিমিটেডের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দুর্দান্ত গোল ও আক্রমন, পাল্টা আক্রমনের একটি উপভোগ্য ফুটবল ম্যাচে যে রসদ থাকার প্রয়োজন তার সবই পাওয়া গেছে এই ম্যাচে। এনিয়ে হোমে অনুষ্টিত ছয়টি ম্যাচেই জয় পেল বসুন্ধরা কিংস।খেলা শুরু হয় বিকেল সাড়ে তিনটায়।

প্রথমার্ধের ২মিনিটে চমৎকার একটি গোল করে এগিয়ে যায় সাইফ স্পোটিং ক্লাব। সাইফের মিড ফরোয়ার্ড সাজ্জাদ হুসাইনের কর্ণার কিক থেকে বল পেয়ে কলোস্বিয়ার ফুটবলার দেইনার করদোবা বসুন্ধরার জালে বল প্রবেশ করে ১-০ গোলে এগিয়ে যান। এ সময় দর্শকদের মুহু মুহু করতালিতে মাতিয়ে উঠে পরো স্টেডিয়াম। ১১ মিনিটে বসুুন্ধরার গোল রক্ষক আনিছুর রহমানকে পরাস্ত সাইফ স্পোটিং ক্লাব আরো একটি গোল দিলেও অফসাইটের কারণে তা বাতিল হয়। প্রথম গোল হওয়ার পর থেকে আক্রমত্মক খেলতে থাকেন বসুন্ধরা কিংস। এই সময় বেশ কয়েকটি সুযোগেও মিস করেন তারা।

 

৩১ মিনিটে সাইফের গোলবারের বা দিক থেকে ইমন মাহমুদের পাস থেকে বল পেয়ে ব্রাজিলিযার খেলোয়ার মারকোস ভেনিকার্ড এর দুদান্ত শর্টে সমতায় ফিরে বসুন্ধরা কিংস। এর পর ৪৩ মিনিটে সাইফের গোলবারের সামনের জটলা থেকে বল পেয়ে কোস্টারিকার ফুটবলার কলিনড্রেস সাইফের জালে বল পাঠিয়ে ২-১ গোলে ব্যবধান বাড়িয়ে দেন বসুন্ধরা কিংস। প্রথমার্ধের শেষ অতিরিক্ত ২ মিনিট সময়ে বসুন্ধরার পক্ষে আরো একটি নান্দনিক গোল উপহার দেন কিরগিজস্তানের ফুটবলার বখতিয়ার দুইশবেকভের। ৩-১ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।সাইফ স্পোটিং ক্লাবের গোল রক্ষক জিয়াউর রহমান জিয়ার দারুন নৈপন্যের কারণে প্রথমার্ধে অত্যন্ত আরো ৪ গোল থেকে রক্ষা পায় দলটি।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর থেকেই সমতায় ফিরতে আক্রমত্মক খেলতে থাকেন সাইফ স্পোটিং ক্লাব। ৫৬ মিনিটে একটি গোল করে সমতায় ফিরার চেষ্টা সফল করেন তারা। মধ্য মাঠ থেকে বল পেয়ে দারুন ভাবে হেড দিয়ে গোলটি করে ব্যবধান কমিয়ে দেন রিয়াদুল হাসান রাফি। এরপর সমতায় ফিরতে আর ব্যবধান বাড়াতে দুই দলেই আক্রমত্মক খেলতে থাকেন । দ্বিতীয়ার্ধে ৩টি সম্ভাবনাময় গোল মিস করে ৩-২ গোলে মাঠ থেকে বিদায় নিতে হয় সাইফ স্পোটিং ক্লাবকে।র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্টানের কারণে খেলা শেষে সংবাদ সম্মেলন অনুষ্টিত না হলেও সাইফ স্পোটিং ক্লাবের টিম ম্যানেজার ওবাইদুর রহমান জানান তার দল খুবেই ভাল খেলেছে। এরপরও জিততে না পারা দু:খজনক। তিনি বলেন বেশ কয়েকটি গোল মিস না করলে আজ তাদের জয় হতো।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, বিপিএল’র ৬ষ্ট ম্যাচটি দারুণভাবে উপভোগ করেছে এখানকার দর্শকরা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST