রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার, করোনা ভাইরাসজনিত কারনে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মহীন শ্রমজীবী নিম্ম আয়ের মানুষের মধ্যে নীলফামারীর ডোমার পৌরসভায় ১০ টাকা কেজি দরে (ওএমএস) চাল বিক্রয় শুরু হয়েছে । চাহিদার তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় চাল ক্রয় করতে আসা মানুষরা মানছে না সামাজিক দূরত্ব।মঙ্গলবার সকালে খাদ্য অধিদপ্তর পরিচালিত ডোমার বাজারস্থ উপ-স্বাস্থ্য কেন্দ্র চত্ত¡রে ১০ টাকা কেজি (বিশেষ ওএমএস) দরে চাল বিক্রয় শুরু করে পৌর এলাকার নির্বাচিত ওএমএস ডিলাররা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ও খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।সেখানে দেখাগেছে চাল ক্রয় করতে আসা কর্মহীন শ্রমজীবী ও নিম্ম আয়ের মানুষের উপচেপড়া ভীড়। তারা সামাজিক দূরত্ব বোঝায় না রেখে গাদাগাদি করে দাড়িয়ে চাল উত্তোলন করছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বলেন, আমরা প্রশাসন,পুলিশ ও সেনা বাহিনীরা তাদের সামাজিক দূরত্ব বোঝায় রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য যে ডোমার পৌরসভার প্রায় ১৮ হাজার জনসংখ্যার বিপরীতে রবিবার,মঙ্গলবার ও বৃহষ্পতিবার সপ্তাহে তিনদিনে ৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পৌর এলাকার প্রত্যেক ক্রেতা ১০ টাকা কেজি দরে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জাতীয় পরিচয় পত্র দেখিয়ে চাল ক্রয় করতে পারবে। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় ডিলাররা চাল বিক্রয় করতে হিমসিম খাচ্ছে।