কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের শরীরে করোনা ভাইরাস পজেটিভ প্রতিবেদন পাওয়া গেছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা হাসপাতাল চত্বর ও হাসপাতাল থেকে স্থানীয় শহিদ মিনার পর্যন্ত সন্ধ্যা ৬ টা থেকে লকডাউন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের কয়েকদিন ধরে করোনাভাইরাসের লক্ষণ (জ্বর, সর্দি ও কাশি) ছিল। ৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর ওই চিকিৎসকের শরীরে করোনা পজেটিভ প্রতিবেদন পাওয়ার কারণে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ্ববর্তী স্থানীয় শহীদ মিনার পর্যন্ত লকডাউন করা হয়। এ এলাকার আশপাশের বাড়িগুলোতে বসবাসরত বাসিন্দাদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল সোমবার(৬ এপ্রিল/২০২০) নীলফামারী জেলার করোনা সন্দেহে সাত জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠাই। ওই সাতজনের মধ্যে একজনের পজেটিভ প্রতিবেদন মঙ্গলবার নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে আসে। ওই একজন হলেন কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তাকে উক্ত উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঐ চিকিৎসকের নমূনাসহ রিপোর্ট রংপুর পরীক্ষাগার থেকে আইইডিসিআরে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই স্বাস্থ্য কেন্দ্রটি লকডাউন করা হয়েছে। ওই চিকিৎসকের সংস্পর্সে যারা এসেছিলেন তাদের চিহিৃত করার কাজ চলছে। এবং স্বাস্থ্য কেন্দ্রে যারা আছেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।এ ঘটনায় উপজেলা প্রশাসন বলেন, উপজেলাটির ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও হাটবাজার লকডাউন ঘোষনা করেছে।