স্টাফ রিপোর্টার,
নীলফামারীর সৈয়দপুরে করোনা সনাক্ত ১ জন,আইসোলেশনে রাখা হয়েছে ,২০টি বাড়ী লক ডাউন।১৭৩ জন কোয়ারেন্টিনে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুরে খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশি পাড়ায় এক জন করোনা পজেটিব হওয়ায় ওই বাড়ীসহ ২০ টি বাড়ী লকডাউন করেছে জানায়,সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্ম্মন।করোনা পজেটিব ব্যাক্তি নারায়নগঞ্জ থেকে ৩ এপ্রিল সৈয়দপুরে গ্রামের বাড়ীতে আসে। তার নমুনা ৭ এপ্রিল রংপুরে পাঠানো হয়।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর থেেেক রিপোর্ট আসে তার শরীরে করোনা পজেটিব পায়।করোনা শনাক্ত ব্যাক্তিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।উলেখ্য জেলায় কিশোরগঞ্জ ও সৈয়দপুর ্সহ ২ জন করোনা রোগী সনাক্ত হয়।তবে জেলার কোন স্থায়ী বাসিন্দার মাঝে এখনও করোনা সনাক্ত হয়নি।