ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার,
স্টার সানডে উপলক্ষে প্রার্থনার জন্য গির্জায় একসঙ্গে জড়ো না হতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বরিশাল জেলার সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, আজকে স্টার সানডে। বরিশাল, গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় খ্রিস্টান সম্প্রদায়ের লোক রয়েছেন। আজকে স্টার সানডে তাদের জন্য একটি দিন। সবাইকে আমার শুভেচ্ছা জানাই।শেখ হাসিনা বলেন, ঢাকাসহ সর্বত্র মসজিদে একত্র হতে দিচ্ছে না। ঠিক এই সময় যেন গির্জায় সবাই এক সঙ্গে জমা না হয়, এ বিষয়ে খ্রিস্টান সম্প্রদায়কে সতর্ক করে দেয়া দরকার। একসঙ্গে জমায়েত হলে তাতে করোনা ভাইরাস ছড়াতে পারে।