স্টাফ রিপোর্টার,
রাজধানীর পল্লবী ও কাফরুল থেকে চার শতাধিক সিম ও বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (ভিওআইপি) সরঞ্জামাদিসহ দুজনকে গ্রেফতার করেছে যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৪ এর একটি দল তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- তানভীর মাহমুদ রানা (৩৪) ও মো. সোহাগ আব্বাস (৩৫)।এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভিওআইপি মেশিন ও সরঞ্জামাদি বিভিন্ন পোর্টের এন্টেনাযুক্ত ১৬টি সিম বক্স, বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির ৪ হাজার ৩০টি সিম কার্ড, ১৫টি রাউডার, ২টি ল্যাপটপ, মনিটর, পেনড্রাইভ, মোবাইল এবং অবৈধ ভিওআইপির হিসাব সম্বলিত একধিক ডাইরি জব্দ করা হয়।র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, জিঞ্জাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে লাভবান হওয়ার আশায় রাজস্ব ফাঁকি দিয়ে নিষিদ্ধ ভিওআইপি ব্যবসা করে আসছিলেন। অবৈধ ভিওআইপি ব্যবসার ফলে সরকার রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে, যা টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।