রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার, নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী, গোমনাতী, বামুনীয়া ও জোড়াবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম-গঞ্জের অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ।
দ্বিতীয় দিনের ন্যায় সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার জোড়াবাড়ী রেল স্টেশন বাজার, কেতকীবাড়ী ইউনিয়নের কাজীর হাট, বোট বাজার, গোমনাতী ইউনিয়নের গোমনাতী বাজার এলাকা ও বামুনীয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে অসহায় দরিদ্র কর্মহীন শ্রমজীবি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ,বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান, মনোরঞ্জন রায়, বামুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ছাইদুর রহমান, সাধারন সম্পাদক রনজিৎ কুমার অধিকারী দিলীপ,কেতকীবাড়ী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক প্রামানিক, খালেকুজ্জামান,মোশারফ হোসেন, আব্দুস ছামাদ সরকার ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক বাবলু, শরিফুল ইসলাম মোনা,প্রমূখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী সহায়তা পাওয়া নুরবানু ,সুরাতন বেগম,সাইদুল ,ভেলটু, খাতুন,বাচ্চু মিয়া বলেন “করোনা ভাইরাসজনিত কারনে বেশ কিছুদিন যাবৎ আমরা কর্মহীন হয়ে বাড়ীতে আছি। কোথাও কোন কাজ কাম নাই। করোনা ভাইরাসের কারনে কারো বাড়ীত কাহো যাবার না দেয়। উপজেলার চেয়ারম্যানের চাল,ডাল,আলু, তেল,সাবান পায়া হামার মতো গরীবের খুব উপকার হইল। এলা বাড়ী যায়া রান্না করি সবাই মিলে একসাথে কয়েক বেলা খাবার পারিমো।