ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার,
দেশের ২২৭৪ তৈরি পোশাক শিল্প-কারখানার মধ্যে ৯১৭টির মালিকরা তাদের সাড়ে ১৬ লাখ শ্রমিকের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছেন। তবে এখনো ১৩৫৭ কারখানার শ্রমিক বেতন-ভাতা পাননি।সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএর তথ্যমতে, ২২৭৪ কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১২৪ কারখানা, গাজীপুরের ৩৫৯ কারখানা, নারায়ণগঞ্জ এলাকার ৮২, সাভার ২০৭, চিটাগাং ১১৪ এবং প্রত্যন্ত এলাকার ৪২ গার্মেন্টসের মধ্যে ৯১৭টি গার্মেন্টসের মালিকরা মোট ১৬ লাখ ৫০ হাজার ৬০০ শ্রমিকের বেতন পরিশোধ করেছেন। তবে সোমবার পর্যন্ত ১৩৫৭টি কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারেনি মালিকরা।বিজিএমইএর সভাপতি রুবানা হক আশা প্রকাশ করে বলেন, ১৬ এপ্রিলের মধ্যে সব কারখানা মালিকরা তাদের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন।এদিকে চলমান করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী কারখানা মালিকদের বেতন পরিশোধের নির্দেশনা দেন।বিবৃতিতে সব শিল্প কলকারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধের জন্য মালিকদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, এ নির্দেশ না মানলে বা উক্ত তারিখের মধ্যে বেতন প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।প্রতিমন্ত্রী করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মেনে শ্রমিকদের ঘরে থাকার আহ্বান জানান ।