রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,
জলঢাকায় করোনা পজেটিভ ১ জন শনাক্ত হয়েছে। হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৫ জনকে। নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও পাতলা পায়খানার উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া ব্যক্তি করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত বলে নিশ্চিত করেন সিভিল সার্জন রনজিত কুমার বর্মণ।উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়,গত এক সপ্তাহ আগে (৮ এপ্রিল) পার্শবর্তী জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের এক কলেজ পড়–য়া ছাত্র জ্বর ও পাতলা পায়খানা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় (১১ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। এরপর সুস্থ্যবোধ করায় ওই দিনেই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ছাড়পত্র দেওয়া হলে সে নিজ বাড়ীতে অবস্থান করেছিল।রংপুর মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষাগার হতে সোমবার(১৩ এপ্রিল) বিকেলে রির্পোট আসলে ওই ছাত্রের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
ঐ স্বাস্থ কমপ্লেক্সের ডাক্তার,নার্স ,আয়াসহ মোট ২৫ জনকে নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানায় ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম।