রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্দ্যেগে অসহায়দের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণের ৫ম দিন বৃহষ্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ চত্তর ও পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুল মাঠে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বিতরনকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সাবান। এসময় উপস্থিত ছিলেন পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল হোসেন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,সোনারায় ইউনিয়ন আ.লীগের সভাপতি সহিদ আহমেদ শান্তু, সাধারন সম্পাদক ফিরোজ চৌধুরী,যুবলীগ সভাপতি মুজিবুল হক প্রমূখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যগন ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।