ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ৬নং নাউতারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম শালহাটী (ডাঙ্গাপাড়া) গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের কন্যা মোছাঃ আয়শা সিদ্দিকী সিভা (১৬) নামে এক ব্যক্তি করোনায় সনাক্ত হয়েছে। জানা যায় আয়শা সিদ্দিকা জীবিকা উদ্দেশ্যে ঢাকায় গার্মেন্টেস-এ কর্মরত ছিল। দেশে মহামারী করোনা ভাইরাসের কারনে গার্মেন্টস বন্ধ থাকায় গত ২৯/০৩/২০২০ ইং তারিখে সে নিজ বাড়ী অবস্থান করেন। আয়শা সিদ্দিকার মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তার পরিবারের লোক ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে গতকাল শুক্রবার তার রিপোর্ট পজেটিভ আসায় আক্রান্ত ব্যক্তিতে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স যোগে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।