ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক।
কি হয়েছিল সেদিন রিনার সাথে ?

কি হয়েছিল সেদিন রিনার সাথে ?

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
কি হয়েছিল সেদিন রিনার সাথে? নীলফামারী সদর চড়াইখোলা ইউনিয়নের কামারপাড়া এলাকার আমিনুর রহমানের মেয়ে রিনা। রিনা উত্তরা ইপিজেডের চায়না কোম্পানী মার্জেন বাংলাদেশ লিঃ এ ৬ বছর ধরে চাকরী করছিলো। একদিন দিনাজপুরের খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের মোটা মুন্সিপাড়া এলাকার মৃতঃ মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলামের সাথে পরিচয় হয় রিনার। সে উত্তরা ইপিজেডের চায়না কোম্পানী ভেনচুরা লেদার কোম্পানী লিঃ এ ৩ বছর ধরে চাকরী করে। এরপর ২০১৭ সালে দুই পরিবারের সম্মতিতেই রিনা ও সাইফুল ইসলামের বিয়ে হয়। রিনা ও রিনার স্বামী মোঃ সাইফুল ইসলাম নীলফামারী সদরে সংগলশী ইউনিয়নে অবস্থিত উত্তরা ইপিজেডে চাকরী করে আসছিল। তিন বছরের সংসারে বছর যেতে না যেতেই তাদের কোল আলো করে একটি কন্যা সন্তানের জন্ম হয়,যার নাম ছাদিয়া (২)।
হটাৎই গত শনিবার (৪ এপ্রিল) ১নং আলোকঝাড়ী ইউনিয়নের মোটা মুন্সিপাড়া মহল্লায় রিনার নিজ কক্ষ থেকে লাশ উদ্ধার করে খানসামা উপজেলা পুলিশ। দুই বছরের কন্যা সন্তান রেখে রিনা কেন গলায় দড়ি দিতে গেল? কি হয়েছেল সেদিন? কেনইবা ফুরফুরে একটা মিষ্টি মেয়েকে রেখে চলে যেতে হলো রিনাকে ! এর পেছনের রহস্য কি ? রিনার বুকে কিসের পাহার পড়েছিল!
এদিকে ছাদিয় এখনো কেনা দুধ খেয়ে থাকে। সে এখনো বোঝে না তার মা আর এই পৃথিবীতে নেই। কখোনো তাকে আর আদর করতে আসবেনা। কাঁদলে ছুটে এসে বুকে টেনে নিবে না।বাবাতো কাজে ব্যাস্ত,দাদিমা আর কতোক্ষন তাকে আগলে রাখবে। একদিন না একদিন তাকে অনাথ শিশুর মতো করে বড় হতে হবে।
রিনার মাতা মোছাঃ শিউলি বেগম বলেন, রাতেই রিনাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। রিনার স্বামী সাইফুল ইসলাম প্রায়ই টাকার জন্য আমার মেয়েকে মারধোর করতো। সে বেহীসাবি টাকা পয়সা নষ্ট করত বলে অনেক বার আমার মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে।এবং বিভিন্ন ক্রিকেট খেলায় বাজি ধরতো,জুয়া খেলতো। এভাবে টাকা পয়সা নষ্ট করতো।আমার মেয়ে তাতে বাধা দিত বিধায় সে আমার মেয়েকে মারধোর করতো এবং গত শুক্রবার (৩ এপ্রিল)রাতেই আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দেয় বলে কাদোকাদো কন্ঠে এসব কথা জানায় রিনার মা শিউলি বেগম।
সংবাদ কর্মীরা স্বরেজমিনে গেলে রিনার স্বামী মোঃ সাইফুল ইসলাম,পিতা-মৃতঃ মোঃ শহিদুল ইসলাম বলেন, আমার সহধর্মীনির সাথে আমার কোন ধরনের ঝগড়া বিবাদ হয়নি। আমি শনিবার কোম্পানীতে ছিলাম। এমতাবস্থায় আমার বাসা থেকে ফোন আসে। ফোনে বলা হয় আমি যেন তারাতারি বাড়িতে ফিরে আসি। আমি বাড়ি এসে শুনতে পাই আমার সহধর্মীনি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কিন্তু সংবাদকর্মীদের সাথে কথা বলার সময় সাইফুলকে দেখে মনে হয়নি তার সহধর্মীনি আর এই পৃথিবীতে নেই। এমনকি তার গলায় আচরের দাগও দেখা যায়।কিসের দাগ সাইফুলের গলায়? ঐ রাতে কি বা হয়েছিল রিনার সাথে ? স্বামীর সাথে সেদিন কি হয়েছিল? একি আত্নহত্যা নাকি হত্যা!
রিনার শাশুড়ি মোছাঃ আঞ্জুয়ারা বেগম বলেন, শনিবার আনুমানিক ১২.৩০ মিনিটের দিকে রিনা আত্নহত্যা করে। ঘটনার আগ পর্যন্ত রিনার মনমানসিকতা ভালই ছিল। আমরা তার মাঝে কোনো ধরনের অমানবিক আচরণ লক্ষ করি নাই। ঘটনার সময় আমরা বাড়িতেই ছিলাম। হটাৎই সে ঘড়ে যায় এবং তার নিজের ওড়না দিয়ে গলায় পেচিয়ে আত্নহত্যা করে।এমন অবস্থায় যখন ওড়না ছিড়ে রিনা মাটিতে পড়ে যায় তখন আমি রিনার ঘড়ে শব্দ পেয়ে ছুটে যাই, দেখি রিনা মাটিতে পড়ে ধরপর করে। আমরা রিনাকে বাচানোর অনেক চেষ্টা করি কিন্তু পারি নাই।
থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া যাবে না। তবে আমরা এ ঘটনার পেছনের রহস্য উদঘাটনের চেষ্টায় আছি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST