রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার ,
নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদের ব্যক্তিগত উদ্দ্যোগে কর্মহীনদের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা বিতরণের অষ্টম দিনে হরিজন সম্প্রদায়ের লোকসহ এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল হতে বিকাল পর্যন্ত ডোমার পৌরসভার ৪টি ওয়ার্ড ও বোড়াগাড়ী ইউনিয়নের ৫টি ওয়ার্ডে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ কর্মহীন মানুষদের চাল, ডাল, আলু, সাবান সহায়তা করেন।
সকাল ১০ টার দিকে ছোটরাউতা ইদগাহ ময়দান চত্ত¡রে ডোমার পৌর সভার কর্মহীন পাঁচ শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এখানে হরিজন সম্প্রদায়েও একশত জন ছিল। এরপর দুপুরে হলদিয়াবন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, দুপুর দুইটার দিকে বাগডোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও বিকাল সাড়ে তিনটার দিকে নিমোজখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট পাঁচশত জন কর্মহীনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় কৃষকলীগের সভাপতি হাবিবুল হক দুলাল, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন,পৌর কাউন্সিলর ওহিদুল হক, নীলফামারী সরকারী কলেজের ছাত্র লীগের সাবেক সভাপতি মশিয়ার রহমান, শ্রমিক নেতা সেলিম রেজা, বজলার রহমান বকুল, আওয়ামীলীগ নেতা মতিরাম রায়, মানিক মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষদের পাশে থাকার নির্দেশ দিয়েছে। শেখ হাসিনার নির্দেশে আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন কর্মহীন গরিব মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীনদের পাশে আমি থাকবো। তিনি সমাজের বিত্তবান মানুষদেরও গরিব মানুষের পাশে থাকার আহবান জানান।