মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে গত ২৪ ঘন্টায় নতুন করোনা সনাক্ত নেই, আক্রান্ত ৯ জন করোনা রোগীই ভাল আছেন। ১২ জন আইসোলেশনে চকিৎিসাধীন।আজ মঙ্গলবার সকালে জেলা সভিলি সার্জন রনজৎি কুমার বর্মন বলেন, নীলফামারীতে গত ২৪ ঘন্টায় নতুন কোন করোনা রোগী সনাক্ত হয়নি।হোমকোয়ারেন্টাইনে ৫১ জন। কোয়ারেন্টাইনে সম্পন্ন করেছে মোট ২৬ জন।বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ৫হাজার ৪শত ৭৯ জন।শুরু থেকে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ৩ হজার ৪শত ৪০ জন।নতুন করে আইসোলেশনে রয়েছে ১ জন এবং আইসোলেশনে চকিৎিসাধীন রয়েছে ১২ জন ।শুরু থেকে এখন পর্যন্ত জেলায় কোন মৃত্যুর ঘটনা নইে।তবে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ জন।এরা সবাই আধুনকি সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এবং সকলে ভাল আছেন।