মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন ক্রমেই বাড়ছে। এদিকে নীলফামারীতে গত ০৭ এপ্রিল কিশোরগঞ্জে এক ডাক্তারকে প্রথম করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করে নীলফামারী সিভিল সার্জন।এর পর থেকে নীলফামারীতেও ক্রমেই বাড়ছে করোনা পজেটিভ রোগী। গত ৭ এপ্রিল থেকে আজ ২৬ এপ্রিল পর্যন্ত নীলফামারীতে ১০ জনই আছে বলে জানায় নীলফামারী সিভিল সার্জন। গত ২৪ ঘন্টায় নতুন করে হোমকোয়ারেন্টাইনে রয়েছে ৯৬ জন এবং হোমকোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ৩১ জন। নীলফামারী জেলায় করোনা সংক্রমণে বর্তমানে হোমকোয়ারেন্টাইনে রয়েছে ৫২০১ জন। গত ০১ ডিসেম্বর ২০১৯ থেকে আজ পর্যন্ত হোমকোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ৪৩৫৯ জন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ১২ জন এবং মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে কোন রোগী আইসোলেশনে যুক্ত হয় নি এবং আইসোলেশন হতে ছাড়পত্র পেয়েছে ১ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০ জন। তবে জেলায় শুরু থেকে এখন পর্যন্ত কোন করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানায় নীলফামারী সিভিল সার্জনের পরিসংখ্যান বিভাগ।
বিঃ দ্রঃ- হোম কোয়ারেন্টাইনের মধ্যে স্থানীয় ৯২১৫ জন এবং বিদেশ ফেরত ৩৪৫। সংগৃহীত মোট নমূনার সংখ্যাঃ- ৩৬৮,প্রাপ্ত ফলাফলঃ-২৫৯।
জেলায় রেফারকৃত কোভিড প্রমাণিত ১ জন রোগী ঢাকা কুর্মিটোলা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে।