ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন নীলফামারীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কেউ পেশীশক্তি ও সন্ত্রাসের বলে প্রভূত্ব করতে চাইলে চোখ উপরে ফেলবো; নীলফামারীতে আল্লামা মামনুল হক।
সৈয়দপুরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, এলাকার ৪টি বাড়ি লকডাউন।

সৈয়দপুরে স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত, এলাকার ৪টি বাড়ি লকডাউন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ,
সৈয়দপুরে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় শহরের কাজীহাট এলাকার ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে করোনা আক্রান্ত রোগী জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী জাহাঙ্গীর আলম আক্রান্তের তথ্য গোপন করে বাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনা জানতে গত মঙ্গলবার সৈয়দপুর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই এলাকার ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করে। করোনা আক্রান্ত জাহাঙ্গীর পার্শ্ববর্তী রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট পদে কর্মরত রয়েছেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত মেডিকেল টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম তারাগঞ্জে কর্মরত থাকলেও সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় স্বপরিবারে থাকতেন। তিনি সৈয়দপুর থেকে প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতেন। দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকে তারাগঞ্জ উপজেলায় করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহে কাজে জড়িত ছিলেন। এ অবস্থায় নমুনা সংগ্রহে জড়িত ৩ টেকনোলজিস্ট নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করতে নিজেদের নমুনা রংপুর পিসিআর ল্যাবে পাঠায়। গত সোমবার বিকেলে জাহাঙ্গীরসহ ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। অথচ তিনি আক্রান্তের বিষয়টি গোপন করে বাড়িতে অবস্থান করে বাইরে যাওয়া আসা করেছেন। এ অবস্থায় বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মঙ্গলবার তাকে বাড়ি থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তার পরিবারের ৪ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে এলাকার ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর করোনা ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. মো. শহিদুজ্জামান জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মী করোনা সন্দেহ রোগীদের নমুনা সংগ্রহ করতে গিয়েু করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তিনি বাড়িতে অবস্থান করায় পরিবারসহ অন্যদের ঝুঁকিতে ফেলেছেন। সে কারণে বাড়ির লোকজনদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এমনকি তার সংস্পর্শে যারা এসেছে তাদেরও খোঁজ করা হচ্ছে।
জানতে চাইলে, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ জানান, আক্রান্ত জাহাঙ্গীর স্বাস্থ্যকর্মী হয়ে চিকিৎসা না নিয়ে বাড়িতে অবস্থান করার ঘটনা খুবই দুঃখজনক। আমরা সৈয়দপুরকে ঝুঁকিমুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সৈয়দপুরে এই প্রথম একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনসহ অন্যান্য কর্তৃপক্ষ মাঠে কাজ করছে। তারপরও তিনি নাগরিকদের সচেতন হয়ে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার অনুরোধ জানান।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST