নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বহুল আলোচিত সাপ্তাহিক ন্যায়ের ভাষা পত্রিকার ষষ্ঠতম প্রতিষ্টা বার্ষিকী পালন। আজ সোমবার সকাল ১০টায় জেলা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে পত্রিকাটির ষষ্ঠতম প্রতিষ্টা বার্ষিকীতে প্রকাশক ও সম্পাদক রবিউল ইসলাম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান। সাপ্তাহিক ন্যায়ের ভাষার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মালেক এর তত্বাবধানে নীলফামারী মকবুল হোসেন মার্কেটের সত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস ফিরোজ, ফিরোজা নাসরিন রীপা, রিপোর্টাস ইউনিটির সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আলা-মিন, জেলা যুব মহিলা লীগের অন্যতম নেত্রী রত্না সিনহা, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি পারভেজ উজ্জ্বল, সাংবাদিক আবু হাসান, সাইফুল ইসলাম মানিক, খাজা নেওয়াজ, সপ্না আক্তার, সোহেল রানা,রফিকুল ইসলাম বাচ্চু,জলঢাকা রিপোর্টাস ইউনিটির সদস্য রবিউল ইসলাম রাজ ও গোলাম রব্বানী সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।