পঞ্চগড় প্রতিনিধি ,
রেলপথে এখন থেকে স্বল্প খরচে ব্যবসায়িরা টমেটো, পিঁয়াজ, রসুন, আদাসহ সকল শাক সবজি পরিবহণ করা করতে পারবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর নির্দেশেই সাধারণ মানুষের কথা চিন্তা করে শুক্রবার থেকে এই সেবা চালু করা হয়েছে। করোনা পরিস্থিতিতে আমরা আমাদের যাত্রীবাহী ট্রেনগুলো বন্ধ করলেও মালবাহী ট্রেনগুলো চালু রেখেছি। এজন্য তিনি রেলপথে লাগেজ ভ্যানে শাক সবজি পরিবহণের জন্য ব্যবসায়িদের প্রতি আহŸান জানান।
শুক্রবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে করোনা উপলেক্ষ সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের ত্রান সহায়তা বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, করোনায় প্রধানমন্ত্রী সাধারণ মানুুষদের নিয়ে খুব উদ্বিগ্ন। কারণ তিনি চান একজন মানুষও যেন অভুক্ত না থাকে। একজনে দুই তিন বার ত্রাণ পাচ্ছে আবার কেউ একবারও পাচ্ছে না এমনটি যেন না হয়। অসহায় মধ্যবিত্ত, যারা হাত পাততে পারে না তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনেকটা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত অবস্থায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই করোনার মধ্যে আমরা আবার মহাবিপদে পড়ে গেছি। এই বিপদের দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাস্থ নির্দেশনা মেনে চলতে হবে যেন করোনা ছড়িয়ে না পড়ে। শেষ জেলা হওয়ায় আমাদের পঞ্চগড়ের উপর দিয়ে কোন জেলার মানুষ যায় না। এ জন্য আমরা এখনো ভাল আছি। তাই সংক্রমন ঠেকাতে পারলে আমরা নিরাপদ থাকতে পারবো। তাই সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহŸান জানান মন্ত্রী। এ সময় ক্রান্তিকালের গণমাধ্যমকর্মীরা সাধারণ মানুষের কথা তুলে ধরার জন্য তাদের ধন্যবাদ জানান মন্ত্রী।
পরে ময়দানদিঘী ইউনিয়নের ৪২৬ জনের মাঝে চাল, ডাল, শাকসবজি ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন মন্ত্রী। এখানে বোদা উপজেলার ১৮ টি কওমি মাদ্রাসার শিক্ষকদের নিকট প্রধানমন্ত্রী আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলায়মান আলী উপস্থিত ছিলেন।