রতন কুমার রায়-স্টাফ রিপোর্টার,
মরন ব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে দেশের অসংখ্য দৈন্দনিত কর্মজীবি মানুষ হয়ে পড়েছে কর্মহীন। পরিবার পরিজনের মুখে দুবেলা অন্ন যোগাতে দেশে অঘোষিত লকডাউনে ইচ্ছে থাকলেও নেই কর্মের উপায়। নিরুপায় কর্মহীন মানুষ গুলো জেলা পুলিশের নির্দেশনায় থানা পুলিশের সহযোগীতায় দেশের উত্তরের জেলা নীলফামারীর ডোমার উপজেলার কয়েক হাজার শ্রমিক অর্থের অন্বেষণে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে ছুটে চলছে।
শনিবার (২রা মে) ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান,জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক শ্রমিকদের সকল ডাক্তারি পরিক্ষা শেষে নির্ধারিত জেলায় ধান কাটার জন্য পাঠানো হচ্ছে। গত ২১ এপ্রিল হতে ২ মে শনিবার বিকাল ৪টা পর্যন্ত পুলিশের সহযোগীতায় ৩ হাজার শ্রমিক নাটোর, নওগাঁ জেলায় প্রেরন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিনে ধান কাটতে আগন্তক শ্রমিকদের সাথে কথা বলে জানাযায়,শুধু কৃষি শ্রমিকেই নয়, ছোট ছোট দোকানদার, ছোট যানবাহন চালক এবং কি অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজনেও অর্থের কারনে দেশের দক্ষিনাঞ্চলে ধান কাটতে যাচ্ছে।