মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে ইসলামীক ফাউন্ডেশনের ৬০ ইমাম ও অস্বচ্ছল মিউশিক শিক্ষকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেলে ইসলামীক ফাউন্ডেশন ও সদর উপজেলার পক্ষ থেকে ছমির উদ্দীন স্কুল এন্ড কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মামুদ।
এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী , সহকারী কমিশনার (ভুমি) নীলফামারী সদর বেলায়েত হোসেনসহ আরো অনেকে।
এসময় শাহিদ মামুদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার বিভিন্ন উদ্দ্যেগের মাধ্যমে জনসাধারণকে সহযোগীতা করে আসছে। তাঁর এ তালিকায় স্কুল, মাদরাসার শিক্ষকরা বাদ পরেনি।তিনি আরও বলেন, মসজিদে নামাজ পড়া বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী নামাজ আদায়ে মসজিদের ইমামদের সহযোগীতা একান্ত গুরুত্বপূর্ণ এবং করোনা প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিন প্রচারণা করতে বলেন।