ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী জেলা যুবদলের উদ্দ্যেগে পূজা মন্ডব পরিদর্শন । নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন
করোনা পরিস্থিতি পঞ্চগড় জেলা কারাগার হতে দুজন আসামির মুক্তি।

করোনা পরিস্থিতি পঞ্চগড় জেলা কারাগার হতে দুজন আসামির মুক্তি।

পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড় জেলা কারাগার হতে দুজন আসামির মুক্তি হয়েছে। রবিবার (৩ মে) সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগের (কারা-২) আদেশে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত আসামীরা হলেন- যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মুসলিমউদ্দিন (৩৫) ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী দেবীগঞ্জ উপজেলার কলেজপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে মো. সুমন (২০)।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান যৌতুক মামলায় ২০১৯ সালের ৬ নভেম্বর মুসলিমউদ্দিনকে এক বছরের সাজা প্রদান করেন। সে পঞ্চগড় জেলা কারাগারে সাজা ভোগ করেছিল। অন্যদিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রত্যয় হাসান ২০১৯ সালের ৭ নভেম্বর মাদক মামলায় সুমনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে তাকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সুমন জরিমানার টাকা কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন।
পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো. সফিকুল আলম জানান, গত ২৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-২) একটি আদেশে ওই দুই আসামিকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। আদেশটি পঞ্চগড় জেলা কারাগারে পৌছালে তাদের মুক্তি দেওয়া হয়। যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুসলিমউদ্দিনকে বন্দী পূর্নবাসনের আওতায় পঞ্চগড় সদর উপজেলা সমাজ সেবা কার্য্যালয় থেকে তাকে পাঁচ হাজার টাকার চেক দেয়া হয়।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST