ঘোষনা:
শিরোনাম :
নীলফামারী জেলা যুবদলের উদ্দ্যেগে পূজা মন্ডব পরিদর্শন । নীলফামারীতে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন নীলফামারীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু নীলফামারী জেলা ছাত্র কল্যাণ পরিষদের ৬৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির গঠিত নীলফামারী কিশোরগঞ্জে গরু হারিয়ে দিশেহারা মোকছেদুল নীলফামারীতে শিক্ষায় বৈশম্য দূরীকরণে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা  ঢাকায় সেসিপি কর্মকর্তা-কর্মচারী দ্বারা শিক্ষক লাঞ্চিত, নীলফামারীতে কর্মবিরতি ও মানববন্ধন
সত্য গোপনের জন্য সাংবাদিক কাজলকে হেনস্তা করা হচ্ছে : এইচআরএফবি।

সত্য গোপনের জন্য সাংবাদিক কাজলকে হেনস্তা করা হচ্ছে : এইচআরএফবি।

স্টাফ রিপোর্টার,
সত্য গোপনের জন্য সাংবাদিক কাজলকে হেনস্তা করা হচ্ছে : এইচআরএফবি। প্রকৃত সত্য গোপনের জন্য ফটো সাংবাদিক কাজলকে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। একই সঙ্গে, কাজলকে জেল হাজতে পাঠানোয় নিন্দা জানিয়ে সংগঠনটি দ্রুত তার মুক্তি দাবি করেছে। সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ ও নিন্দা প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ৫৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল চিত্র সাংবাদিক কাজলের। এতদিন পর খোঁজ পাওয়ার পর তার অপহরণের সত্য উদঘাটনের চেষ্টা না করে, বরং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়েছে এবং তিনি মামলায় জামিন পেলে অন্য মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ মনে করে, প্রকৃত সত্য গোপনের জন্য তাকে এভাবে হেনস্তা করা হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এইচআরএফবি এ প্রচেষ্টার তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে কাজলকে মুক্তি প্রদানের জন্য দাবি জানাচ্ছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

সাংবাদিক কাজলকে জীবিত ফিরে পাওয়ায় ফোরাম স্বস্তি প্রকাশ করছে উল্লেখ করে বলা হয়েছে, এইচআরএফবি উল্লেখ করতে চায়, তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের যে মামলা দেয়া হয়েছে এবং পরে অন্য মামলায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে, তা অসঙ্গতিমূলক, বিশ্বাসজনক নয় এবং সর্বোপরি অত্যন্ত উদ্বেগজনক। ফোরাম মনে করছে, তাকে হয়রানি করার জন্য ও প্রকৃত সত্য আড়াল করার জন্য এ ধরনের গল্প সামনে নিয়ে আসা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যা এ-সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য নয়। এতদিন পর ফিরে আসায় সাংবাদিক কাজলের অপহরণের পেছনে কারা জড়িত ছিল তা খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। অথচ কাজল যেন কোনোরূপ ভয়-ভীতি ছাড়া কথা বলতে পারেন, সে পরিবেশ নিশ্চিত না করে তাকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।

‘সাংবাদিক কাজলকে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়, তা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত। আবার প্রাথমিকভাবে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু জেলে এ ধরনের কোয়ারেন্টাইনে রাখার পর্যাপ্ত ব্যবস্থা আছে কি-না তা নিয়েও আমাদের সংশয় রয়েছে’ বলে বিবৃতিতে উল্লেখ করেছে এইচআরএফবি।

কাজলের স্বাস্থ্য চরম ঝুঁকির মধ্যে পড়েছে উল্লেখ করে বলা হয়েছে, ফোরাম অনতিবিলম্বে কাজলকে মুক্তি প্রদানের এবং তার অপহরণের প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে। অন্যান্য গুম বা অপহরণের ঘটনার ন্যায় এক্ষেত্রেও যেন সত্য চাপা পড়ে না যায়, এ দায়হীনতার সংস্কৃতির অবসান ঘটানোর জন্য সরকারের কাছে ফোরাম আহ্বান জানায়।

এতে আরও বলা হয়, গত ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এ সময় পুলিশ মামলা নেয়ার ক্ষেত্রে নানা টালবাহানা করে। কাজলের পরিবার এফআইআর দাখিল করতে চাইলেও পুলিশ তা নেয়নি। কেবলমাত্র আদালতের নির্দেশনার পর চকবাজার থানায় সাধারণ ডায়েরি করতে পারেন তার স্ত্রী। এর পরের সময়টিতে তাকে উদ্ধারে পুলিশ প্রশাসনের কোনো তৎপরতা কিংবা সুস্পষ্ঠ বক্তব্য দৃশ্যমান ছিল না।

‘৩ মে ভোর তিনটার দিকে পরিবার জানতে পারে, তিনি এখন বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে আছেন। কাজলের ছেলে তাকে আনতে বেনাপোল গেলে জানা যায়, কাজলকে ভারত থেকে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সময়ে বিজিবির করা এ মামলায় জামিন পান কাজল। তবে, যশোর কোতোয়ালি থানায় তার নামে দায়ের করা অপর একটি মামলার কারণে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST