মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর, কিশোরগঞ্জ উপজেলার, গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মার পাড় রংপুর ডালিয়া মহাসড়কে ট্রাকও কার্গো সার্ভিসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , ডিমলা ডাঙ্গারহাট থেকে ছেড়ে আসা কাচাঁ মরিচ ভর্তি ট্রাক ঢাকা মেট্রো ন -১৯১০৯৮ গাড়াগ্রাম জুম্মার পাড় নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক রংপুর থেকে ছেড়ে আসা কার্গো সার্ভিস ঢাকা মেট্রো -ট ২২-০৮১৫ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার আবুল কালাম আজাদ (৫৩) ঘটনাস্থলে নিহত হন। আর ট্রাকে থাকা অপর দুইজন আহত হন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্স ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। নিহত ওই ট্রাক ড্রাইভার শেখ হাশেমের ছেলে।তার গ্রামের বাড়ি ছোলমাইদ, বেপারীপাড়া ডাকঘর গুলশা-১২১২, বাড্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা। আহতদের মধ্যে জাহিদুল হোসেন (৩০)নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সে ডিমলা ডাঙ্গারহাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্স এর কমান্ডার রেদওয়ানু জ্জামান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।