স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে ত্রাণের জন্য বিক্ষোব করেছে রিক্সা শ্রমিক। আজ বুধবার সকালে কালীবাড়ী মোড়ে মুল সড়কে ২ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোব করেন রিক্সা শ্রমিকরা।এসময় সড়কের দুই ধারে যান চলাচল বন্ধ থাকে।শ্রমিকদের দাবি জেলায় বিভিন্ন মানুষ ত্রাণ পেলেও রিক্সা শ্রমিকরা এখনও কোন ত্রান পায়নি।তাই তারা প্রতিবাদ জানাতে সড়কে নেমেছে।এসময় দূর্ভোগে পড়ে চলাচলকারী যানবাহন।