স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা-মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকার একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লক্ষ টাকার মাছের ক্ষতি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোন এক সময় বিষ প্রয়োগ করায় মঙ্গলবার সকাল থেকে পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে।
ক্ষতিগ্রস্থ মাছ চাষী সফিয়ার রহমান জানান,ওই পুকুরে ৫ বছর ধরে মাছ চাষ করে আসছি। এবছর রুই,কাতলা,তেলাপিয়া,সিলভার কার্প,গ্লাস কার্প,সরপুটিঁ মাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াইশ’মন মাছ চাষ করা হয়েছে। সোমবার রাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। এতে আমার প্রায় ১৫ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে। এ ঘটনায় ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।