গ্রামপোষ্ট ডেস্ক,
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগ নীলফামারীর সমন্বিত উদ্যোগে সারাদেশে চলমান বোরো ধান কর্তনে প্রয়োজনীয় কৃষি শ্রমিকের সংকট নিরসনের লক্ষ্যে নীলফামারী জেলা হতে আগ্রহী কৃষি শ্রমিকদের তালিকা প্রস্তুতপূর্বক পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় কৃষি শ্রমিক প্রেরণ করা হচ্ছে। অদ্য ০৬ মে ২০২০ তারিখে সদর উপজেলা হতে নওগাঁ জেলায় কৃষি শ্রমিক প্রেরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী মহোদয়। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার নীলফামারী মহোদয় , সিভিল সার্জন নীলফামারী মহোদয় , সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান মহোদয়সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারীর কর্মকর্তাবৃন্দ।