ঘোষনা:
শিরোনাম :
সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য বাগেরহাটে পুকুরে স্যাটেলাইট কুমির উদ্ধার, অবমুক্ত সুন্দরবনে
বুলেটিনে দেয়া হয়নি মৃ্ত্যুর তথ্য,প্রেস রিলিজে জানানো হবে মৃত্যুর তথ্য।

বুলেটিনে দেয়া হয়নি মৃ্ত্যুর তথ্য,প্রেস রিলিজে জানানো হবে মৃত্যুর তথ্য।

স্টাফ রিপোর্টার,
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে নিয়মিত ব্রিফিং বা পরবর্তী হেলথ বুলেটিনে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদফতর। তবে আজ বৃহস্পতিবারের (৭ মে) বুলেটিনে মৃত্যুর তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। তারা বলেছে, আজই তা প্রেস রিলিজে জানিয়ে দেয়া হবে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন শনাক্ত ও সুস্থ রোগীর সংখ্যা বলার পর তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।’
গতকাল বুধবার (৬ মে) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছিল বলে সেদিনের বুলেটিনে জানায় স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবারের বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। এই নমুনা পরীক্ষা করে ৭০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।’
তিনি আরও বলেন, ‘এখানে আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমি গতকাল ভুলবশত আমাদের মোট যা পরীক্ষা করা হয়েছে, সেই বিষয়ে শনাক্তের ক্ষেত্রে বলেছিলাম – এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST