বিনোদন প্রতিবেদক,
সারা বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়। সে হিসাবে আগামী ১০ মে মা দিবস। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হয়। মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দেয়াই দিবসটির মূল উদ্দেশ্য। এই দিবসটিকে ঘিরে আবারও প্রচারে আসছে দিলারা জামান ও ইরেশ যাকের অভিনীত ‘ওগো মা’ শিরোনামের নাটকটি।
বৈশাখী টিভিতে ১০ মে রাত ১১টায় উপলক্ষ্যে প্রচার হবে নাটকটি। নাটকটিতে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান ও ইরেশ যাকের।
মাগো মা ওগো মা, তুমি না হলে আমার জন্ম হতো না। ক্লোজআপ তারকা রাজীবের কণ্ঠে মুক্তি পাওয়া এমন গানের মিউজিক ভিডিও দারুণ সাড়া ফেলে শ্রোতা মহলে। এ গানের গীতিকার হলেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সে গানের সাফল্য নিয়েই নির্মিত হয়েছে মা দিবসের নাটক ‘ওগো মা’।
নাটকের গল্পও লিখেছেন টিপু আলম মিলন । রূপতনুর সুর ও সঙ্গীতে এ গানটি নাটকের টাইটেল সং হিসেবেও ব্যবহৃত হয়েছে।
সীমান্ত সজলের পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, শিরিন আলম, সাজু আহমেদ, মুশফিক শুভ ও শিশু শিল্পী মোহাম্মদ। গত বছর মা দিবসেও বৈশাখী টিভিতে প্রচার হয়েছেন নাটকটি। এবার মা দিবেসেও দর্শক এটি উপভোগ করবেন।