রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি,
নীলফামারীর ডোমারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে ।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে মুজিবনগর ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ । অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজার রহমান,কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন,মৎস্য অফিসার শারমিন আখতার,পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম,কৃষকলীগ সভাপতি হাবিবুল হক দুলাল,জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুল ওয়াদুদ,বোড়াগাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল,সাবেক আওয়ামীলীগ নেতা হাজী করিমুল ইসলাম,সাবেক জেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান,সাবেক প্রধান শিক্ষক আবু সুফিয়ান লেবু প্রমূখ ।আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।